[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৫ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ৮:৪৭ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার নির্বাচনের বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে যে কোনো সংশয় এখন কেটে গেছে। জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রেস সচিব আরও বলেন, “জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল, তা এখন দূর হয়েছে। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলো বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

তিনি জানান, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সইয়ের সম্ভাবনা রয়েছে। সনদ সইয়ের পর সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে। ইতোমধ্যে কয়েকটি দল প্রার্থী মনোনয়নও ঘোষণা করেছে।

শফিকুল আলম বলেন, “পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক বা প্রহসনের নির্বাচন। কিন্তু এবার নির্বাচন হবে সম্পূর্ণ ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক। বাংলাদেশ এবার সুস্থধারার রাজনীতির মাধ্যমে এক নতুন যাত্রা শুরু করবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর