চলতি অক্টোবর মাসেই দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি দেশের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও করা হয়েছে।
অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এছাড়া মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে ধীরে ধীরে বিদায় নিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র ধরনের বজ্রবৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমলেও, তা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।
নদী-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার পর্যন্ত। পাশাপাশি গড় উজ্জ্বল সূর্যালোকের সময়কাল থাকতে পারে ৫ থেকে ৭ ঘণ্টা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর সাধারণত মৌসুমি বায়ুর প্রস্থান ও ঘূর্ণিঝড় মৌসুমের সূচনা—দুইয়েরই সংযোগকাল। তাই এই সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।
এসআর
মন্তব্য করুন: