[email protected] শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ১১:০৬ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে কয়েক দিন ধরেই চলছে অনিয়মিত বৃষ্টি।

তবে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী রোববার (১২ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে, এরপর আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন,

“রোববার পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। এর আগের দুই দিন—শুক্র ও শনিবার ঢাকাতেও বৃষ্টি হতে পারে। তবে ১২ অক্টোবরের পর বৃষ্টি অনেকটাই কমে যাবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১৫ অক্টোবরের দিকে দেশ থেকে বিদায় নিতে পারে। তখন দেশজুড়ে আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে।”

শুক্রবারের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এরই মধ্যে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি ছিল তুলনামূলকভাবে বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বুধবার (৮ অক্টোবর) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংক্ষেপে

  • রোববার পর্যন্ত: বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে
  • ১২ অক্টোবরের পর: বৃষ্টি কমে যাবে
  • ১৫ অক্টোবরের দিকে: মৌসুমি বায়ুর বিদায় ও আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা
  • পরবর্তী সময়: তাপমাত্রা কিছুটা বাড়বে

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হবে বছরের সবচেয়ে মনোরম সময় — হালকা শীতের আগমনী বার্তা বয়ে আনবে শুকনো আকাশ ও আরামদায়ক আবহাওয়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর