[email protected] শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

চানখারপুল হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর জবানবন্দি দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ কয়েকজনকে দায়ী করে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন,

“২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আমার সামনেই পুলিশের গুলিতে দুজন নিহত হন। পরে জানতে পারি, মোট ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ তখন চাইনিজ রাইফেল ও শর্টগান ব্যবহার করেছিল।”

তিনি আরও বলেন,

“২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে কোটা পুনর্বহালের রায় এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছি। আন্দোলনের একপর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের আন্দোলন স্থগিত করতে বারবার চাপ দেয়। এমনকি ডিবি কার্যালয়ে আটক রেখে জানানো হয়, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদের আনা হয়েছে। আন্দোলন না থামালে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।”

চানখারপুলের ঘটনার প্রসঙ্গে তিনি আরও জানান,

“সেদিন বেলা দেড়টার দিকে খবর পাই, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। এর কিছুক্ষণ পরেই সেখানে নির্বিচারে গুলি চালানো হয়।”

এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাবিবুর রহমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও কমান্ড কর্তৃপক্ষকে দায়ী করেন আসিফ মাহমুদ।

সাক্ষ্যগ্রহণ শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজকের কার্যক্রম মুলতবি রেখে আসিফ মাহমুদের বাকি জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করেন।

এদিন প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীমসহ অন্যান্য প্রসিকিউটররা। আসামিপক্ষের আইনজীবীরাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ জুলাই, চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে।

অভিযুক্তরা হলেন—
১. সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান,
২. সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী,
৩. রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম,
৪. সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল,
৫. শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন,
৬. কনস্টেবল সুজন হোসেন,
৭. ইমাজ হোসেন,
৮. নাসিরুল ইসলাম।

প্রথম চারজন আসামি বর্তমানে পলাতক, আর বাকি চারজন কারাগারে আছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলন দমনকালে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার এখন চলছে দেশের দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর