দীর্ঘ আলোচনার পর ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত হয়েছে।
আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কমিশন সূত্র জানায়, অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য গঠনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরকারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, ‘জুলাই সনদ’ হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক সংস্কার ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রণীত একটি জাতীয় ঐকমত্য দলিল।
এসআর
মন্তব্য করুন: