[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

ওএসডি হলেন এনবিআরের সদস্য বেলাল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে এনবিআর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী (পরিচিতি নম্বর ৩০০০৬৯), যিনি বর্তমানে সদস্য (গ্রেড-২) ও প্রেসিডেন্ট, কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট আপিল ট্রাইব্যুনাল, ঢাকা পদে কর্মরত, তাকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা-এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) হিসেবে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের সদস্য মোহাম্মদ বেলাল চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। পরদিন (৮ অক্টোবর) এনবিআর তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল, ঢাকার প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করে, যা তখনই আলোচনার জন্ম দেয়।

তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বেলাল চৌধুরীকে এনবিআরের সদস্য পদে ওএসডি করা হয়েছে, যা প্রশাসনিক reshuffle হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর