[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

প্রধান উপদেষ্টা ইতালি সফরে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে যাচ্ছেন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানান,

“প্রধান উপদেষ্টা রোমে অনুষ্ঠিত গ্লোবাল মিটিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। এছাড়া তিনি এ সফরের ফাঁকে উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।”

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্যোগে আয়োজিত হয়। এতে বিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট ইতালির রোমে অবস্থিত FAO সদর দপ্তরে আগামী ১০-১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর