[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ হালাল: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৭:৩৩ পিএম

সংগৃহীত ছবি

টাইফয়েড প্রতিরোধে ব্যবহৃত ভ্যাকসিনে কোনো হারাম উপাদান নেই বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে এই ভ্যাকসিন সম্পূর্ণ হালাল ও নিরাপদ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ দিন ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আব্দুস ছালাম খান বলেন,

“সব রোগের শেফা আল্লাহ তায়ালা দিয়ে থাকেন। চিকিৎসক ও বিজ্ঞানীরা সেই শেফা খুঁজে বের করার চেষ্টা করেন। টাইফয়েড ভ্যাকসিন নিয়ে হালাল-হারাম প্রশ্ন উঠেছিল, তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে— এতে কোনো হারাম উপাদান নেই। এটি সম্পূর্ণ হালাল ভ্যাকসিন।”

তিনি আরও বলেন,

“ডাক্তার ও বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এই ভ্যাকসিন টাইফয়েড প্রতিরোধে কার্যকর ও নিরাপদ। এতে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই। আল্লাহ যদি এই ওষুধে শেফার ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে এর মাধ্যমে মানুষ রোগমুক্ত হবে।”

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন,

“বাংলাদেশ আলেম-ওলামা ও ওলি-আউলিয়াদের দেশ। ইসলাম প্রচারের এই ঐতিহ্যকে ধরে রেখে আলেম সমাজ যেন মানুষের সেবামূলক কাজে ঐক্যবদ্ধ থাকে, সেটিই কাম্য। যেহেতু টাইফয়েড ভ্যাকসিন হালাল, তাই ধর্মীয় কোনো দ্বিধা ছাড়াই মানুষকে এ টিকা নিতে উৎসাহিত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর