[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৭:১০ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের নীতি হলো—কোনো গণমাধ্যম বন্ধ না করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা।

সেই ধারাবাহিকতায় নতুন গণমাধ্যম প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“আমরা কোনো গণমাধ্যম বন্ধ করছি না, তাই নতুন গণমাধ্যমের অনুমতিও দেওয়া হবে। তবে তা আগের নিয়ম অনুযায়ীই সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন,

“যদি নতুন আইনের অধীনে অনুমতি দিতে পারতাম, তবে সেটিই সবচেয়ে ভালো হতো। কিন্তু বর্তমান সরকারের মেয়াদে নতুন আইন প্রণয়ন সম্ভব নয়। তাই আগের আইনি কাঠামো অনুযায়ী অনুমতি দেওয়া হবে।”

তথ্য উপদেষ্টা মনে করেন, নতুন গণমাধ্যম যুক্ত হলে দেশে সংবাদ পরিবেশনে ইতিবাচক প্রতিযোগিতা ও বৈচিত্র্য তৈরি হবে।

মাহফুজ আলম বলেন,

“নতুন গণমাধ্যম আসলে প্রতিযোগিতা বাড়বে, আর এর মাধ্যমে মানসম্পন্ন সাংবাদিকতা উৎসাহিত হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর