[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

২৭ হাজার কোটি টাকায় যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

‘জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না’ — অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ৯:৫৪ পিএম

সংগৃহীত ছবি

চীন থেকে প্রায় ২৭ হাজার কোটি টাকায় ২০টি যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে অনিচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন,

“এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”

এরপর এক সাংবাদিক মুচকি হেসে বলেন, “আপনি তো বিষয়টা জানেন স্যার।”
জবাবে অর্থ উপদেষ্টা বলেন,

“জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।”

২৭ হাজার কোটি টাকায় ২০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা

অর্থ উপদেষ্টার এ মন্তব্যের আগে সরকারি সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার চীন থেকে ২০টি জে-১০সি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (J-10CE MCRA) কেনার উদ্যোগ নিয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথি অনুসারে,

  • প্রতিটি বিমানের প্রাক্কলিত মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার,
  • ২০টি বিমানের মোট দর ১ হাজার ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ১৪ হাজার ৭৬০ কোটি টাকা।

এর সঙ্গে স্পেয়ার পার্টস, সরঞ্জাম, বীমা, ভ্যাট ও এজেন্সি কমিশন যোগ করে মোট ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৬০ কোটি টাকা।
এই অর্থ আগামী ১০ অর্থবছরে থোক বরাদ্দ থেকে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

সরকারি মন্তব্যে নীরবতা

চীনের সঙ্গে যুদ্ধবিমান কেনার এই সম্ভাব্য চুক্তি নিয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মন্তব্যের পর এই বিষয়ে সরকারি অবস্থান আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষক ও সাধারণ নাগরিকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর