সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) লিয়াকত আলী মোল্লাকে একই বিভাগের সচিব পদে আনুষ্ঠানিকভাবে পদায়ন করা হলো।
লিয়াকত আলী মোল্লা এর আগে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
গত আগস্টে তাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব করা হয়। পরে তিনি সচিবের চলতি দায়িত্ব পান।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সম্প্রচারের অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে এই দুটি নতুন প্রতিষ্ঠান সম্প্রচারের লাইসেন্স পেয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্বের নিয়ম অনুসারেই এই অনুমোদন দেওয়া হয়েছে। টেলিভিশন সম্প্রচারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্রে জানা গেছে, ‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন মো. আরিফুর রহমান তুহিন এবং ‘লাইভ টিভি’র লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় সাড়ে ১৫ বছরে মোট ২৮টি টেলিভিশন চ্যানেল অনুমোদন পেয়েছিল, যার বেশিরভাগের মালিক ছিলেন সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিক।
বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫০টি। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে রয়েছে, আর বাকি ১৪টি সম্প্রচারের অপেক্ষায়। এছাড়া অনুমোদিত আইপি টিভির সংখ্যা ১৫টি বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: