দেশের পাঁচ জেলায় একই দিনে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন দুই শিক্ষার্থী ও তিন কৃষক। রোববার (৫ অক্টোবর) গাইবান্ধা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে দুপুরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি স্থানীয় মকবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
নাগেশ্বরী উপজেলায় বিকেলে পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্রসহ দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের সহিবর।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “দুই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। তিনি উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক জানান, “বজ্রপাতে আহত অবস্থায় ওয়াসিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা পারাপারের জন্য ঘাটে অবস্থান করছিলেন।
তারা হলেন— নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের দুই মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং খোদেদাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকালে মাঠে কাজ করার সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকুপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।
শৈলকুপা থানার ওসি মাসুম খান ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, “বৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে অবস্থান না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”
এদিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এসআর
মন্তব্য করুন: