[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

দুই দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৭:৪০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও তুরস্ক চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।

তুরস্কের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিন্চি। তিনি দুই দিনের সরকারি সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্কের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতাকে প্রধান অগ্রাধিকার হিসেবে রাখা হতে পারে।

এক কর্মকর্তা জানান, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে। এটি দুই দেশের সচিবদের মধ্যে পাঁচ বছরের পর প্রথম বৈঠক। বৈঠকে দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়গুলো চূড়ান্তভাবে আলোচনা করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর