[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ৫:০৪ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন না, তারা দেশের ও রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করবেন। তবে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ রয়েছে, সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, “নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। তারা নির্বাচন সামনে রেখে একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট শাসনের কারণে নিরাপত্তাহীন মনে করে, তখনই তারা প্রতিবাদে দাঁড়ায় এবং প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে রাষ্ট্র কাঠামো বদলে দেয়।”

অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের অংশগ্রহণে ‘উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর