[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

জাতীয় বেতন স্কেলবিষয়ক অনলাইন জরিপ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১০:২৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় বেতন স্কেল-২০২৫ প্রণয়নের অংশ হিসেবে অনলাইন জরিপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

এ কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বেতন কমিশন, আর বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

১ অক্টোবর থেকে শুরু হওয়া এ জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

এ সময়ে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী ও সরকারি প্রতিষ্ঠানপ্রধানদের মতামত অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হবে। এর জন্য বিবিএস একটি বিশেষ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে।

জরিপে অংশ নিতে জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে (www.paycommission2025.gov.bd) প্রবেশ করে প্রশ্নপত্র পূরণ করা যাবে। এ জন্য বিবিএসের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ তথ্য পূরণের নির্দেশও দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর