বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ আজ (বৃহস্পতিবার) রাতেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) সর্বশেষ বার্তা অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এটি কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং অন্ধ্র উপকূলের পূর্ব দিকে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হয়ে ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আজ রাতেই এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় আবহাওয়া অধিদফতর একে এখনো ‘গভীর নিম্নচাপ’ হিসেবেই উল্লেখ করছে।
বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
এসআর
মন্তব্য করুন: