অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন।
গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় ভাষণ দেন তিনি।
বক্তব্যে ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরেন।
এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা।
সেখানে তিনি রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হিসেবে তাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেন এবং সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন।
অধিবেশন চলাকালে থেয়ারওয়ার্ল্ডের আয়োজিত বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
এসআর
মন্তব্য করুন: