[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল হতে পারে : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

যেকোনো সময় এ কার্যক্রম পুনরায় সচল করা হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। তবে তারা একটি বৈধ রাজনৈতিক দল। শুধু সময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। কমিশনই বলতে পারবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, কারণ নির্বাচন আয়োজন তাদের দায়িত্ব।

সমর্থক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমি মনে করি না আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে।

তবে তাদের সমর্থক আছে এবং তারা অন্য ভোটারের মতোই ভোট দিতে পারবে। শুধু নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর