[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

সাকিবের জন্মদিন শুভেচ্ছায় সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে ‘দালাল’ আখ্যায়িত করে সমালোচনায় মুখর হন।

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই ফেসবুক পোস্টে সাকিবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও একই প্রতিক্রিয়া জানিয়েছেন।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক পোস্টে লেখেন, “মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তা যেন আর কোনো মা দেখতে না হয়। কিন্তু—মন থেকে চাই, জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার।”

এদিকে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী লিখেছেন, “অনেকে বলছিল খেলোয়াড় সাকিব আর ব্যক্তি সাকিবকে আলাদা করতে হবে। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত একজনকে ‘আপা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় পরিষ্কার হলো—সে কাদের দালাল।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো এ নিয়ে তীব্র বিতর্ক চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর