আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণ বিষয়ক এক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, সরকার প্রতিবছর টিসিবির জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে, যাতে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় থাকে। নতুন পাঁচটি পণ্য তালিকায় যুক্ত হলে নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হবে। এই কার্ড যেন সত্যিকার অর্থে দরিদ্র ও অসহায় মানুষের হাতে যায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।
সভায় তিনি আগামী এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, পার্শ্ববর্তী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় অংশ নেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সভায় জানান, সঠিক উপকারভোগী শনাক্তকরণ এখনো বড় চ্যালেঞ্জ। এছাড়া কিছু সিটি করপোরেশনের কাজের গতি তুলনামূলক ধীর। তবে সমস্যা চিহ্নিত হওয়ায় দ্রুত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, বর্তমানে ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় রয়েছে। এছাড়া ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয়করণের অপেক্ষায় আছে।
এসআর
মন্তব্য করুন: