[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪:২২ পিএম

সংগৃহীত ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, এসব হিসাবে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা জমা হয়েছে, যার মধ্যে ৫৬৬ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে প্রায় ৮৬ কোটি ৯৮ লাখ টাকা স্থিতি রয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর প্রভাব খাটিয়ে জামিন বাণিজ্য, নিয়োগ ও বদলির তদবিরসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। পরবর্তীতে সেই অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয় এবং বিদেশে পাচারের মতো কর্মকাণ্ডে জড়ান। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর প্রাসঙ্গিক ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।

আদালত মনে করেন, এসব অর্থ পাচারের ঝুঁকিতে রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো জব্দ রাখা অপরিহার্য। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর