[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থপাচার অভিযোগে নতুন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় দুদক।

চলতি বছরের জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে মামলা করে দুদক। এবার সেই মামলার পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখা হবে।

দুদক জানায়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর