[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩:৩২ পিএম

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনেই খাগড়াছড়িতে অশান্তি তৈরি হচ্ছে। একটি মহল চায় না দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। সেই মহলই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে থেকে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সহিংসতায় পাহাড় থেকে গুলি চালানোর ঘটনাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি।”

দুর্গাপূজা ঘিরে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “কেউ যেন রাস্তা অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় পাহাড়ে আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গে তিনি জানান, সহিংসতার কারণে কিছু পর্যটক আটকে পড়লেও তাদের অধিকাংশকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

খাগড়াছড়ির পরিস্থিতি এখন সরকারের কঠোর নজরদারিতে রয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর