[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

আমার সিদ্ধান্ত সঠিক ছিল, সাকিব প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১:১২ এএম

সংগৃহীত ছবি

আমার সিদ্ধান্ত ঠিক ছিল’—এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিত কার দিকে তা অনুমান করা কঠিন হয়নি।

ফেসবুক ব্যবহারকারীদের মতে, তার এই বক্তব্য ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করেই করা হয়েছে। কারণ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টের কারণে ফের আলোচনায় এসেছেন সাকিব। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেওয়া স্ট্যাটাস নিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন—
“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion (আমি ঠিকই ছিলাম। আলোচনার এখানেই শেষ)।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমও সাকিব প্রসঙ্গ টেনে কঠোর মন্তব্য করেছেন। নিজের ফেসবুকে তিনি লেখেন—
“ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ। একইভাবে গণহত্যাকারীদের ভিন্ন ভিন্ন পরিচয়ে পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে না ফেলা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।”

উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডাকসু ভিপির এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর