[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

দেড় হাজার কুকুর-বিড়াল পেল জলাতঙ্কের টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৯:০৪ পিএম

সংগৃহীত ছবি

জলাতঙ্ক নির্মূলে কাজ, কাজ করি সবাই মিলে’- এই স্লোগানে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করলো বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

দিবসটি উপলক্ষে রাজধানীর চিড়িয়াখানাসহ ঢাকার বিভিন্ন পয়েন্টে প্রায় দেড় হাজার কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে

রোববার (২৮সেপ্টেম্বর) সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতা তৈরির অংশ হিসেবে সংগঠনটি প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের টিকা দিয়েছে।

সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়ে ‘প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের’ এই কার্যক্রম পর্যায়ক্রমে দিনব্যাপী ঢাকার বিভিন্ন স্থানে চলে।যার মূল পর্ব অনুষ্ঠিত হয়েছিল হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায়।

জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। পথের কুকুর-বিড়াল এসব প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক রোগ বেশি ছড়ায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদুড়, বেজি কামড়-আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। সাধারণত বেওয়ারিশ কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, ছাগল ও ভেড়া। কিন্তু এর প্রতিরোধ সম্ভব, নিয়মিত টিকাদানের মাধ্যমে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল; এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদান ক্যাম্পেইন সেই কার্যক্রম এই উদ্যোগের ধারাবাহিক প্রক্রিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পি খান, নিশাত তামান্না প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্র নেতা মশিউর রহমানসহ বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকরা।

ক্যাম্পেইন চলাকালীন অনেকেই নিজ বাড়ির পোষ্য কুকুর-বিড়ালকেও নিয়ে এসেছিলেন টিকা দেয়ার জন্য। তারা সমাজ ও প্রকৃতির কল্যানে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর এমন উদ্যোগের প্রশংসা করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর