[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত, কঠোর বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন।

এ ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ অন্তত ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত শেষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে স্থানীয় জনগণকে শান্ত ও ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর