আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
২০২৬ সালের হজে খরচ কিছুটা কমানো হয়েছে। নতুন ঘোষিত প্যাকেজগুলো হলো—
হজযাত্রীদের খরচ কমাতে বিমান ভাড়াও হ্রাস করা হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা আরও জানান,
আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৬। নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।
এসআর
মন্তব্য করুন: