প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “ফোনে কথা বললেই সেটি রেকর্ড হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আমি ফোনে আলোচনায় যাই না। অনেকেই মনে করেন আমি ফোন ধরি না, আসলে আমি সরাসরি সাক্ষাৎ বা লিখিত প্রস্তাবকে বেশি গুরুত্ব দিই। আমার দরজা সবসময় খোলা।”
তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঝুঁকি সম্পর্কে কমিশন সচেতন এবং বিষয়টি মোকাবিলায় সিরিয়াসভাবে কাজ করছে।
নির্বাচন স্বচ্ছ করার প্রতিশ্রুতি জানিয়ে সিইসি বলেন, “আমরা চাই, এমন একটি নির্বাচন হোক যা দেশবাসী ও আন্তর্জাতিক মহল দু’পক্ষই স্বচক্ষে দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের আমরা স্বাগত জানাব, পাশাপাশি দেশীয় পর্যবেক্ষকদেরও যথাসম্ভব নিবন্ধন দেওয়া হবে।”
তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা পুনর্বহাল করা হচ্ছে। এ ছাড়া সবার পরামর্শ বাস্তবায়নের চেষ্টা করবে কমিশন।
সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, “মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করব। আপনাদের সহযোগিতায়ই তা সম্ভব হবে।"
এসআর
মন্তব্য করুন: