প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, হালনাগাদ ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং নারীদের অতিরিক্ত সংখ্যা সংশোধন করে সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা অনেক দূর এগিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে নয়টি আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে।”
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে, যা নির্বাচন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এছাড়া এবার রিটার্নিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সংলাপে চার নির্বাচন কমিশনার, কমিশনের সিনিয়র সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌসসহ আরও ১৩ জন বিশিষ্ট ব্যক্তি।
আলোচনার মূল উদ্দেশ্য ছিল—নির্বাচনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে মতামত গ্রহণ করা এবং স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াতে প্রাসঙ্গিক পদক্ষেপ নির্ধারণ।
এসআর
মন্তব্য করুন: