[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

নির্বাচনী সংলাপ শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ সংলাপ শুরু হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, প্রথম পর্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের ৩০ প্রতিনিধি অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে ৩৩ শিক্ষাবিদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল (@BangladeshECS) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সংলাপে বসবে ইসি।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। তবে এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও বিভিন্ন কারণে পাঁচটির নিবন্ধন বাতিল হয়—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা। সম্প্রতি আদালতের রায়ে জামায়াত ও জাগপার নিবন্ধনের সুযোগ তৈরি হলেও, এখন পর্যন্ত কেবল জামায়াতের নিবন্ধনই পুনর্বহাল করেছে ইসি। এছাড়া নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন পেয়েছে।

ইসি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর