দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এগুলোর নাম হবে ফরিদপুর বিভাগ ও কুমিল্লা বিভাগ। পাশাপাশি গঠিত হবে নতুন দুটি উপজেলা।
সরকারি সূত্র জানায়, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন বিভাগ
গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী—
বর্তমানে দেশে মোট ৮টি বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়।
নতুন উপজেলা
একইসঙ্গে দুটি নতুন উপজেলা গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে ২২টি ইউনিয়ন রয়েছে।
নিকার বৈঠকে অনুমোদন মিললেই দেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হবে নতুন বিভাগ ও উপজেলা।
এসআর
মন্তব্য করুন: