[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

এবি পার্টি ছাড়লেন সোলায়মান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৩:২২ এএম

সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আবারও জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, এবি পার্টি গঠনের সময় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের অঙ্গীকার করা হলেও বর্তমানে দলটি সেসব থেকে সরে এসে ঢাকা-কেন্দ্রিক রাজনীতিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তৃণমূলে সংগঠন দুর্বল হয়ে পড়েছে এবং নেতাকর্মীরা দল ছাড়ছেন। তাকে কেবল নামমাত্র উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সোলায়মান জানান, নতুন কোনো দলে না গিয়ে তিনি পুরোনো দল জামায়াতে ফিরবেন। ইতোমধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে জামায়াত এখনো তার ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ইসলামী ছাত্রসংঘে যোগদানের মাধ্যমে সোলায়মান চৌধুরীর রাজনৈতিক যাত্রা শুরু হয়। তিনি জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং সরকারি চাকরিতে সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

২০১৯ সালে জামায়াত ছাড়ার পর এবি পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা নেন তিনি। এবার ফেরার ঘোষণা দিলেন পুরোনো দলে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর