[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় : জাতিসংঘে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১ পিএম

সংগৃহীত ছবি

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, ভয় দেখিয়ে কিছু করার পক্ষপাতী নই। কিন্তু আজ আমাকে কঠিন কথা বলতে হচ্ছে। চরম জাতীয়তাবাদ, স্বার্থকেন্দ্রিক ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগের প্রতি উদাসীনতা বহু দশকের অর্জনকে ধ্বংস করে দিচ্ছে।”

গাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “শিশুরা অনাহারে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, হাসপাতাল-স্কুল ধ্বংস করা হচ্ছে, পুরো জনপদ নিশ্চিহ্ন করা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরা একমত—এটি আমাদের চোখের সামনেই এক নির্মম গণহত্যা। দুর্ভাগ্যজনকভাবে, মানবজাতি এর অবসানে যথেষ্ট চেষ্টা করছে না। এ অবস্থা চলতে থাকলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

ড. ইউনূস জোর দিয়ে বলেন, “বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও দাবি জানাচ্ছি—পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকলেই কেবল ন্যায়বিচার নিশ্চিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর