আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
সনদে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৯ মে তারিখের রায় ও আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৬।
এ বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমরা প্রতীক হিসেবে আনারস পেয়েছি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের নতুন অধ্যায় শুরু হলো।”
এতে করে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫২টি (স্থগিত থাকা আওয়ামী লীগসহ)।
এসআর
মন্তব্য করুন: