[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৪:৪২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি জানিয়েছেন, শাপলা প্রতীক প্রথমে দাবি করেছিল নাগরিক ঐক্য। পরে এনসিপি একই প্রতীক চাওয়ায় কাউকেই তা বরাদ্দ দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে সিইসি এ তথ্য জানান।

তিনি বলেন, “শাপলা প্রতীক না দিলে নির্বাচন হবে না—এনসিপি নেতা সারজিস আলমের এই বক্তব্যকে আমি হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনে যাব। তবে নির্বাচনকে সুষ্ঠু ও সবার জন্য সমান সুযোগপূর্ণ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।”

সিইসি আরও জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। “প্রধান উপদেষ্টাও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলেছেন। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির কোনো সুযোগ নেই। তাই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।

এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সিইসি বলেন, “দুয়েক দিনের মধ্যেই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। কিছু তথ্য যাচাই-বাছাই এখনো চলছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর