[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয় : কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মির সঙ্গে জড়িত ইয়াবা কারবারিদের বিনিময় চক্রের মাধ্যমে বাংলাদেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “আরাকান আর্মিরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার হয়। এজন্য নৌবাহিনী, কোস্টগার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো অবস্থাতেই এ পাচার হতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, দেশে সারের সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, তাই সারের দাম কোনোভাবেই বাড়বে না। তিনি স্পষ্টভাবে বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন সময়ে সারের দাম বাড়বে না।”

উপদেষ্টা জানান, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করতে হলেও এর দাম বাড়ানো হবে না। পাশাপাশি সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি উল্লেখ করেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন বিএডিসিকে সার ক্রয়ে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে ইতোমধ্যে ১০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়—

  • জৈব সারের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে,
  • বালাইনাশক বিধিমালা সংশোধন প্রক্রিয়াধীন,
  • গত এক বছরে ২,৬৪৬.১১ কোটি টাকা ব্যয়ে ৯টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে, ৩টি প্রকল্প সংশোধন এবং ২টি প্রকল্প বাতিল করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না। দুই ফসলি ও তিন ফসলি জমিতে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর