[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

সিন্ডিকেট ভাঙা হয়েছে, সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই, তাই সারের দামও বাড়ানো হবে না।

তিনি দাবি করেন, পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়ায় সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ফিরেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। সম্ভাব্য চাহিদা মেটাতে সার আমদানিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করলেও কৃষকের ওপর কোনো চাপ আসবে না। সারের দাম বাড়ানো হবে না। একইসঙ্গে পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) বিএডিসিকে সার ক্রয়ের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া জাহাঙ্গীর আলম চৌধুরী জানান—

  • জৈব সারের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।
  • বালাইনাশক বিধিমালা সংশোধনের কাজ চলছে।
  • গত এক বছরে ২,৬৪৬.১১ কোটি টাকা ব্যয়ে ৯টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে, পাশাপাশি ৩টি প্রকল্প সংশোধন ও ২টি বাতিল করা হয়েছে।
  • তার দায়িত্বকালীন সময়ে কৃষিপণ্য রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ।
  • প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হয়েছে।
  • চলতি মৌসুমে ৬২ হাজার ৫১ টন আলু রপ্তানি হয়েছে।
  • গাবতলীতে কৃষিপণ্য রপ্তানির জন্য আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে।

কৃষি উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো—কৃষকের উৎপাদন খরচ না বাড়িয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর