জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক পরামর্শদাতা জনপ্রশাসনবিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নতুন কমিটি পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনবিষয়ক এ কমিটি গঠন করে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে গঠিত ৬ সদস্যের এই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়। নাহিদ ইসলামকে তখন সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবও সদস্য ছিলেন।
পরে গত ২৬ আগস্ট কমিটি পুনর্গঠন করে সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য-সচিব করা হয়। নাহিদ ইসলাম পদত্যাগ করায় নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে সদস্য করা হয়। একই প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও সদস্য হিসেবে যুক্ত করা হয়েছিল।
তবে সর্বশেষ পুনর্গঠনে মুখ্য সচিবকে বাদ দিয়ে বাকি কাঠামো বহাল রাখা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: