[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

ডিআরইউতে ভিসা প্রসেসিং হেল্প সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চালু হলো ভিসা প্রসেসিং হেল্প সেন্টার।

এখন থেকে সদস্যরা স্বল্প খরচে বিদেশগামী ভিসা আবেদন সংক্রান্ত সব সেবা এখান থেকে নিতে পারবেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউ ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “ডিআরইউ’র এই উদ্যোগ সাংবাদিকদের কাজ সহজ করবে এবং আন্তর্জাতিক পরিসরে পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।” ভবিষ্যতে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম নেয়ার আহ্বান জানান তিনি।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “প্রত্যেক কার্যনির্বাহী কমিটি নতুন উদ্যোগের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিচ্ছে।

ভিসা প্রসেসিং সেবা সাংবাদিকদের বিশেষভাবে উপকৃত করবে।” একইসঙ্গে তিনি ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন ও সরকার নির্ধারিত ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভিসা প্রসেসিং হেল্প সেন্টার তারই অংশ।”
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, সদস্যরা দ্রুত সময়ে এবং কম খরচে ভিসা আবেদন সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে পারবেন। প্রয়োজনে সদস্যদের পরিবারের সদস্যরাও এ সুবিধা পাবেন।

পরে অতিথি ও কার্যনির্বাহী সদস্যরা ফিতা কেটে সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর