[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন : দগ্ধ এক ফায়ারকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের এক সদস্য মারা গেছেন।

নিহতের নাম শামীম আহমেদ। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সোমবার টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শামীম আহমেদের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে আরও তিনজন ভর্তি আছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে শামীম আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর