নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে, তা জানাতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে পুলিশ এসব উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি সাদা গাড়িতে করে কয়েকজন এসে ওই স্থানে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত সরে পড়ে। সন্দেহ হলে বস্তা খুলে দেখা যায় ভেতরে এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জামাদি।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, উদ্ধার করা সব সামগ্রী বর্তমানে জেলা নির্বাচন কমিশনের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, সদর উপজেলা নির্বাচন অফিসার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে এ ঘটনা ঘিরে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এনআইডি কার্ড ও পোলিং অফিসারদের কার্ড এবং সিলমোহরের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী এভাবে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব সামগ্রী অত্যন্ত সংবেদনশীল। নির্বাচন কমিশন কীভাবে বিষয়টি সামলাচ্ছে তা জানা জরুরি। এজন্য জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: