বাংলাদেশে কর পরিশোধ করেও নাগরিকরা প্রত্যাশিত সেবা না পাওয়ায় অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন বলেন, “বাইরে মানুষ বেশি ট্যাক্স দেয়, কিন্তু তার বিনিময়ে ভালো সেবা পায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দিলেও সেবার মান পায় না। তাহলে মানুষ তো ক্ষুব্ধ হবেই। তাই আমি প্রায়ই এনবিআর কর্মকর্তাদের বলি—ভাই, সেবা দিন। সেবা ভালো হলে মানুষ খুশি মনে ট্যাক্সও বেশি দেবে। কিন্তু সেবা দেবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে ভোগান্তি বাড়াবেন, আবার ফিও বেশি চাইবেন—এটা তো চলবে না।”
তিনি আরও জানান, ট্যাক্স ও নন-ট্যাক্স রাজস্ব আয় এখনও অপ্রতুল। দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭ দশমিক ২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। “আমাদের অর্থায়নের সক্ষমতা সীমিত। সরকারি পর্যায়ে অনেক দাবি থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন,” বলেন অর্থ উপদেষ্টা।
পুঁজিবাজার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে ড. সালেহউদ্দিন বলেন, কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা জরুরি। একই সঙ্গে তিনি সুকুক বন্ড সম্প্রসারণ ও পুঁজিবাজারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের অধ্যাপক এম. কবীর হাসান। এছাড়া বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এসআর
মন্তব্য করুন: