একযোগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একইসঙ্গে একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বদলির আদেশ বাতিল করা হয়েছে।
যে কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে:
- ড. এলিজা শারমীন, এআইজি (পুলিশ অধিদপ্তর) → বিপিএ সারদা
- আসমা বেগম রিটা, পুলিশ টেলিকম সুপার (রাজারবাগ) → নোয়াখালী পিটিসি
- মোহাম্মদ আশরাফ ইমাম, পুলিশ সুপার (নোয়াখালী পিটিসি) → পিবিআই
- মো. আব্দুর রশিদ, উপপুলিশ কমিশনার (আরএমপি) → র্যাব
- মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়) → এপিবিএন
- কামারুম মুনিরা, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) → পুলিশ অধিদপ্তর
- মো. রুহুল আমীন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (আরএমপি) → হাইওয়ে পুলিশ
- কাজী রুবাইয়াত রুমী, অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন) → পিটিসি টাঙ্গাইল
- মো. যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএ সারদা) → এসবি, ঢাকা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: