[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট ৭৮.৭ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯:০৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের প্রায় ৭৯ শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে জানানো হয়েছে এক জরিপে।

বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এ জরিপে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম। রাজধানীর ডেইলি স্টার ভবনে রোববার সকালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মোট ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে এ জরিপ পরিচালিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নির্বাচনি সংস্কার বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়।

জরিপের প্রধান ফলাফল

  • অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮.৭% অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ বলে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।
  • নির্বাচন ও ভোট নিরাপত্তা: ৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। ৭৭.৫% বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ–প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি।
  • আইনশৃঙ্খলা: ৫৬.৬% নাগরিকের মতে গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। এই ধারণা বিশেষ করে নগর এলাকার তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি। তথ্যের উৎস হিসেবে তাদের বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করেন।
  • নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ: ৮৬.৫% উত্তরদাতা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৯৪.৩%। তবে শিক্ষার্থী, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীদের মধ্যে নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলক বেশি।
  • নির্বাচনি সংস্কার: সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন—পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬% উত্তরদাতা অবগত নন। তবে যারা জানেন, তাদের মধ্যে সমর্থনের হার বেশি। বিশেষ করে তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে সচেতনতা ও সমর্থন উভয়ই তুলনামূলকভাবে বেশি।

গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর