রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ।
১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ।একই সময়ে নতুন করে ৭৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকা বিভাগের জেলা এলাকায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন।
এছাড়া খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে তিনজন ও সিলেটে ৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮৫ জন মারা গেছেন।
এছাড়া বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ২৩ জন, ঢাকা উত্তরে ২২ জন, রাজশাহীতে ১০ জন, খুলনা ও ময়মনসিংহে ৫ জন করে এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
এসআর
মন্তব্য করুন: