[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি

আন্দোলনের মুখে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে নাহিদ ইসলাম দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন।

স্টেট ডিফেন্স আইনজীবী বলেন, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশি-বিদেশি শক্তির পরিকল্পিত কর্মকাণ্ড।

আন্দোলনের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি দাবি করেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলন দমনে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি; বরং জনগণের জানমাল রক্ষায় কাজ করেছেন। তার মতে, ওই সময়ে কোনও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি।

তবে সাক্ষী নাহিদ ইসলাম এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি জানান, ৫ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের কাছ থেকে তথ্য জেনেছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর