[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

বিদ্যুৎ বিভাগের বিপাকে ২৬১২ কোটি টাকার বকেয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫:১৪ পিএম

সংগৃহীত ছবি

বিদ্যু বিলের বিপুল বকেয়া পরিশোধ না হওয়ায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ।

রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে বকেয়া দাঁড়িয়েছে প্রায় ২৬১২ কোটি টাকা। এর মধ্যে খোদ বিদ্যুৎ বিভাগের অধীনস্থ সংস্থাগুলোরই বকেয়া প্রায় ১২ কোটি টাকা

সূত্র জানায়, সর্বাধিক বকেয়া রয়েছে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) কাছে—প্রায় ৯৯৫ কোটি টাকা। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর বকেয়া প্রায় ৫৯৪ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বকেয়া ২৩৯ কোটি টাকা, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৩৩ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগের ৮০ কোটি টাকা, জননিরাপত্তা বিভাগের ৭৮ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয়ের ৭২ কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে প্রায় ৭০ কোটি টাকা বকেয়া রয়েছে।

এ বিপুল অঙ্কের অর্থ অনাদায়ী থাকায় বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সরবরাহে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সরকার, আর বিতরণ ব্যবস্থায় তৈরি হচ্ছে ঝুঁকি। অর্থ সংকট মোকাবিলায় বিদ্যুৎ উপদেষ্টা সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে বিশেষ বরাদ্দ চেয়ে ডিও চিঠি পাঠিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন,
‘অনাদায়ী বিলের কারণে বিতরণকারী কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে উন্নয়ন প্রকল্পও ব্যাহত হচ্ছে। এজন্য অর্থ বিভাগকে জরুরি ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

কোন কোম্পানির কাছে কত বকেয়া?

২০২৫ সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী—

  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি): ৭৭৩ কোটি টাকা
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): ৫৫৪ কোটি টাকা
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো): ৪৫৬ কোটি টাকা
  • নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ৩৭১ কোটি টাকা
  • বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো): ২৪৫ কোটি টাকা
  • ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো): ২১১ কোটি টাকা

তথ্যমতে, দীর্ঘদিন ধরে বৈঠক, চিঠিপত্র ও আইনি উদ্যোগের পরও এই বকেয়া বিল আদায় করা সম্ভব হয়নি। ফলে আর্থিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে বিদ্যুৎ বিভাগে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর