[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

সাগরে লঘুচাপের আভাস, দেশে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৩:২৭ পিএম

সংগৃহীত ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

  • রোববার (২১ সেপ্টেম্বর): বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
  • সোমবার (২২ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকার কিছু অংশ এবং দেশের অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনব্যাপী তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায়, পাশাপাশি অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
  • বুধবার (২৪ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং দেশের অন্যত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
  • বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর): দেশের প্রায় সব বিভাগেই একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।
  • সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বেশিরভাগ সময় অপরিবর্তিত থাকবে।
  • সোমবার দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর