[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২:১৩ এএম

সংগৃহীত ছবি

পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আয়নাঘর, শাপলা ট্র্যাজেডি ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের ঘটনাগুলো ঐতিহাসিক তথ্য আকারে সংরক্ষণ করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, এ জাদুঘর মানুষকে স্মরণ করিয়ে দেবে গণভবন থেকে পরিচালিত ষোলো বছরের দমন-পীড়নের ইতিহাস এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা জোগাবে।

জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব জানান, গুম-খুন সম্পর্কিত অডিও ও দলিলপত্রসহ সব তথ্য সিকোয়েন্স আকারে সংরক্ষণ করা হচ্ছে।

এছাড়া একটি স্ক্রিনিং সেন্টারে জুলাই ও দুঃশাসনকাল নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিসসহ সরকার ও জাদুঘর-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর