[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি হিন্দু মহাজোটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী— এই তিন দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ দাবি তোলা হয়।

লিখিত বক্তব্যে মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে সরকারি ছুটি মাত্র দুদিন। ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন না, আবার ধর্মীয় আচার-অনুষ্ঠানও যথাযথভাবে পালনে বাধা তৈরি হয়। তিনি অবিলম্বে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান

পলাশ কান্তি দে অভিযোগ করেন, পূজাকে কেন্দ্র করে অতীতে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এবারের পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

  • তিন দিনের ছুটি: দুর্গাপূজার অষ্টমী, নবমী ও দশমী—এই তিন দিন সরকারি ছুটি ঘোষণা।
  • সিসিটিভি ও নিরাপত্তা: প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারের খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার ১০ দিন আগে থেকেই নিরাপত্তা জোরদার।
  • সেনাবাহিনীর টহল: গত বছরের মতো এবারও দুর্গাপূজা চলাকালে সারাদেশে সেনাবাহিনীর টহল নিশ্চিত করা।
  • মনিটরিং সেল: পূজার নিরাপত্তা তদারকির জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন।

গোলটেবিল আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং এসব ঘটনার বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর